ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে পুলিশ ॥ আইজি

প্রকাশিত: ২২:৩৯, ৩ জুলাই ২০২০

মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে পুলিশ ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ করোনায় মানবিক দায়িত্ববোধের কারণে মাত্র তিনমাসে পুলিশ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। করোনার দুর্যোগ শেষ হওয়ার পরে পুলিশ আর আগের অবস্থায় ফিরে যাবে না। বরং আরও এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় থাকবে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে সব পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত গ্রহণ বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ কথা বলেন। পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ইনোভেশন এ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা। পুলিশ মহাপরিদর্শক জানান, দেশে করোনা সংক্রমণের প্রথমদিন থেকেই কোন ধরনের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর জন্য অপেক্ষা না করে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছে। ফলে অনেক পুলিশ সদস্য নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছেন। জীবন দিয়েছেন ৪৪ সম্মুখযোদ্ধা পুলিশ সদস্য। ড. বেনজীর আহমেদ জানান, করোনাকালে পুলিশ যেভাবে জনগণের কাছে গেছে, তাদের পাশে থেকেছে, তাদের সুরক্ষা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশসংনীয়। শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রশংসা করছে। পুলিশ প্রধান হিসেবে এজন্য আমি গর্বিত। আইজিপি জানান, করোনায় পুলিশ শুধু কোয়ারেন্টাইন ও লকডাউনই বাস্তবায়ন করেনি, অসহায় মানুষের বাসায় খাবার পৌঁছে দিয়েছে। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে যখন স্বজনরা কেউ এগিয়ে আসেনি, তখন পুলিশ তাদের জানাজার আয়োজন, দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছে। এসব দায়িত্ব পুলিশের নয়, পুলিশকে এ দায়িত্ব দেয়াও হয়নি। কিন্তু পুলিশ কেন এটা করেছে? পুলিশ কাজগুলো নিজেদের মানবিক দায়িত্ববোধ থেকে করেছে। এজন্য মাত্র তিন মাসে পুলিশ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। প্রধানমন্ত্রী একাধিকবার পুলিশের এ ভূমিকার প্রশংসা করেছেন।
×