ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে শেষ না হলে কালো তালিকাভুক্ত করা হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ২১:৪০, ৩ জুলাই ২০২০

নির্ধারিত সময়ে শেষ না হলে কালো তালিকাভুক্ত করা হবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করলে এবং ত্রুটিপূর্ণ ও নিম্নমানের কাজ বুঝিয়ে দেয়া হলে ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, কোন কোন ঠিকাদার কাজের চুক্তির সময়সীমা লঙ্ঘন করে দীর্ঘসূত্রতার আশ্রয় নিচ্ছে। এর ফলে জনদুর্ভোগ বাড়ছে এবং সরকার ও সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অযৌক্তিক সময়ক্ষেপণ প্রবণতা সহ্যের সীমা ছাড়িয়েছে। বৃহস্পতিবার চসিক ঠিকাদার ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি কাজের গতি কোন অবস্থাতেই যাতে শ্লথ না হয় এবং জোড়াতালি দিয়ে কাজ বুঝিয়ে দেয়ার প্রবণতার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীল থাকা নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বারবার সতর্ক করে দেয়ার পরও কোন কোন ঠিকাদার এক্ষেত্রে চরম উদাসীনতা প্রদর্শন করে যাচ্ছেন এবং নানা ধরনের অযৌক্তিক অজুহাত খাড়া করছেন। যৌক্তিক কারণ থাকলে তা গ্রহণ করার মানসিকতা আমার আছে। কিন্তু অযৌক্তিক সময়ক্ষেপণ করে কাজ ঝুলিয়ে রাখা এবং নিম্নমানের কাজ বুঝিয়ে দেয়ার প্রবণতা সহ্যের সীমা ছাড়িয়েছে। মেয়র পোর্ট কানেকটিং সড়কের কাজ আগামী নবেম্বর মাসে এবং নগরীর ড্রেন, মিডআইল্যান্ডসহ বাকি সড়কগুলোর অসমপূর্ণ কাজসমূহ জুলাই মাসের মধ্যে শেষ করার জন্য কড়া নির্দেশনাও দেন।
×