ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমফানে মা-বোনসহ সব হারানো আলামীন পেলেন বাসগৃহ

প্রকাশিত: ২১:৩৯, ৩ জুলাই ২০২০

আমফানে মা-বোনসহ সব হারানো আলামীন পেলেন বাসগৃহ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ঘূর্ণিঝড় আমফানের ছোবলে গাছের চাপায় মা ও বোনসহ ঘরবাড়ি হারানো পিতাহারা আলামীনের অবশেষে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে সরকারী সহযোগিতায় দুর্যোগ সহনীয় একটি বাসগৃহ নির্মাণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘরটি বুঝে দিয়েছেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। মা-বোন ও ঘরবাড়ি হারানো নিস্ব হওয়া আলামীন এ সময় কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীসহ সকলকে ধন্যবাদ জানান। জানা গেছে, চৌগাছা পৌর সদরের হুদাচৌগাছা গ্রামে কয়েক শতক জমিতে আলামীনের বাবা-মা বাস করতেন। কিন্তু দু’বছর আগে অসুস্থ হয়ে পিতা ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন। এই অবস্থায় মা ও একমাত্র ছোট বোনকে নিয়ে আলামীন সংসারের হাল ধরেন। জায়গাজমি না থাকায় অন্যের জমিতে দিনমজুর করে যা আয়রোজগার হয় তাই দিয়ে চালান তাদের সংসার। দারিদ্র্যের কষাঘাতে পরিবারের তিনজনই প্রতিটি সময় যুদ্ধ করতে থাকে। নুন আনতে পান্তা ফুরায় পরিস্থিতিতে আলামীনের প্রবল ইচ্ছায় ছোট বোন রিজিয়াকে স্কুলে ভর্তি করেন। স্থানীয় হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল রিজিয়া। কিন্তু গত ২০ মে বুধবার ঘূর্ণিঝড় আমফানের আঘাতে ঘরের ওপর গাছ চাপা পড়ে আলামীনের মা চায়না খাতুন (৪২) ও একমাত্র আদরের ছোট বোন রিজিয়া খাতুনের (১৪) মর্মান্তিক মৃত্যু হয়। একই সঙ্গে তার ঘরবাড়ি ভেঙ্গে যায়।
×