ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে করোনার জন্য ১০ শয্যার আইসিইউ চালু

প্রকাশিত: ২১:৩৯, ৩ জুলাই ২০২০

না’গঞ্জে করোনার জন্য ১০ শয্যার আইসিইউ চালু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে ১০ শয্যার কাক্সিক্ষত আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আইসিইউ উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান অদূর ভবিষ্যতে এই আইসিইউ ইউনিটকে ৫০ শয্যায় এবং পুরো হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতসহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে রূপান্তর করার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি হাসপাতালে ঠিকাদারি ব্যবসার মাধ্যমে নানা ধরনের অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশনাও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ গৌতম সাহা, আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সরকার সঞ্চয়, জেলা করোনা ফোকাল পার্সন কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা।
×