ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ২৬ ঘণ্টা পর ফেরি উদ্ধার

প্রকাশিত: ২১:৩৮, ৩ জুলাই ২০২০

মাদারীপুরে ২৬ ঘণ্টা পর ফেরি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ জুলাই ॥ ভরা বর্ষায় প্রচ- স্রোতের সঙ্গে যুদ্ধ করে প্রায় ২৬ ঘণ্টা পর বুধবার রাত ৯টার দিকে উদ্ধার করা হয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে। বিশাল আকারের এই রো রো ফেরি উদ্ধার করতে গিয়ে ২টি উদ্ধারকারী জাহাজ ডুবোচরে আটকে গেছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর ৫টি উদ্ধারকারী জাহাজের নিরন্তর চেষ্টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে উদ্ধার করা হয়। এদিকে রো রো ফেরি আটকে পড়ার ২০ ঘণ্টা পর বুধবার দুপুরে ফেরি সীমিত আকারে চলাচল শুরু করলেও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর আবার সকল ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সীমিত আকারে ৭টি ফেরি চলাচল শুরু হয়েছে। এখনও উভয় ফেরি ঘাটে আটকে আছে পণ্যবাহীসহ সহস্রাধিক পরিবহন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিক ২৮টি যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফেরিটি সন্ধা সাড়ে ৭টার দিকে বিকল্প চ্যানেলে ডুবোচরে আটকে পড়ে।
×