ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যাকবলিতদের পাশে রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স এসোসিয়েশন

প্রকাশিত: ১৮:১৬, ২ জুলাই ২০২০

বন্যাকবলিতদের পাশে রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ জামালপুর জেলার বাজার এলাকায় দেওয়ানগঞ্জ স্টেশনে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রান বিতরণ করেছে বিসিএস রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স এসোসিয়েশন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সংগঠনটির পক্ষ থেকে শতাধিক লোকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিসিএস রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব এ, এম, সালাহ উদ্দীন জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। জামালপুরেও বন্যার পানি উঠেছে। বন্যা দেখা দেওয়ায় জেলার দেওয়ানগঞ্জ বাজার এলাকায় রেলস্টেশন অনেকেই আশ্রয় নিয়েছে। এসব দুস্থ এবং বন্যাকবলিত মানুষকে সহযোগিতা করবার জন্যই তাদের মাঝে সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রান বিতরণ করা হয়েছে।বণ্যা দূর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কাজে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ শওকত জামিল মোহসীন ও শীতাংশু চক্রবর্তী, সদস্য বিসিএস রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক অফিসার্স এসোসিয়েশন। এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক পরিচালক পরিবহন ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক জনসংযোগ মোহাম্মদ সফিকুর রহমান বলেন,নতুন গঠিত কমিটির পক্ষ থেকে এর আগে আমরা করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই সহ নানা সামগ্রী বিতরণ করেছি। মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালকসহ সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেছি। পরিচালক পরিবহন বলেন, এবার সংগঠনের মানবিক কার্যক্রম হিসেবে বন্যাদূর্গতদেরকে যারা আমাদের স্টেশন এলাকায় ওএর আশেপাশে অবস্থান নেয়া লোকদেরকে শুকনো খাবার বিতরণ করেছি। এ ধরনের সামাজিক ওমানিয় কার্যক্রম অব্যহত থাকবে।
×