ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোসেনপুরে নদের ভাঙ্গনের কবলে সাহেবেরচর গ্রাম

প্রকাশিত: ১৭:১৯, ২ জুলাই ২০২০

হোসেনপুরে নদের ভাঙ্গনের কবলে সাহেবেরচর গ্রাম

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ রাতন ব্রহ্মপুত্র নদের বামতীরের ভাঙ্গন রোধ প্রকল্পের মেয়াদ অতিবাহিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় অদ্যাবধি প্রকল্পের কাজ শুরুই হয়নি। এ পরিস্থিতিতে নদের গর্ভে বিলীন হচ্ছে জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামটি। স্থানীয়রা জানায়, সময়মত কাজটি শুরু করলে ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতেন এলাকাবাসী। থেমে যেতো অসহায়দের আর্তনাদ। এদিকে নদের পানি বাড়ার সাথে সাথে বিলীন হচ্ছে বসতভিটা, বাড়িঘর ও উর্বর চার ফসলী জমি। ইউএনও এএসএম জাহিদুর রহমান সম্প্রতি ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন প্রেরণ করেছেন। হোসেনপুরের এসিল্যান্ড ওয়াহিদুজ্জামান জানান, সরকারি নির্দেশনায় প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন চাওয়ার প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গনের অংশে এখনও কোন জিও ব্যাগ না ফেলায় নদের পানি বাড়ার সাথে সাথে বাড়ি-ঘর নদের গর্ভে বিলীন হচ্ছে। অন্তত জিও ব্যাগগুলি যদি ফেলানো হত, তা হলে ভাঙ্গন রোধ হত। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, প্রকল্পটি আমাদের নজরদারিতে রয়েছে। যেহেতু এটি একটি প্যাকেজের আওতায় রয়েছে, যেহেতু প্রকল্পের সার্বিক দিক বিবেচনায় ১৫ সদস্যের স্টিয়ারিং কমিটির মিটিং শেষে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।
×