ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রকাশিত: ১৫:৫৯, ২ জুলাই ২০২০

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বীজলার জমিতে বেড়া নির্মাণ নিয়ে প্রতিপক্ষের হামলাকে কেন্দ্র জিতু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। তিনি উপজেলার কেউন্দা গ্রামের বাসিন্দা মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় যোগাযোগ করা হলে হবিগঞ্জের মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল প্রায় ৯টায় বীজতলা জমিতে বেড়া নির্মাণ করেন জিতু মিয়া। এনিয়ে প্রতিপক্ষ লোকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হলে জিতু মিয়া আহত হন। আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। নিহতের ছেলে মাছুম মিয়া বলেন- তার পিতা জমিতে বেড়া দিতে যান। এ সময় সাধু, শরীফুলের মা, মিজান, জিয়া ও রমজান মিয়ারা মিলে তার পিতাকে হত্যা করেছে। সে এ হত্যাকান্ডের সুবিচার চেয়েছে।
×