ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে আটকে পড়া ফেরি ২৬ ঘন্টা পর উদ্ধার

প্রকাশিত: ১৪:১৮, ২ জুলাই ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে আটকে পড়া ফেরি ২৬ ঘন্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ভরা বর্ষায় প্রচন্ড স্রোতের সাথে যুদ্ধ করে প্রায় ২৬ ঘন্টা পর বুধবার রাত ৯টার দিকে উদ্ধার করা হয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে। বিশাল আকারের এই রো রো ফেরি উদ্ধার করতে গিয়ে ২টি উদ্ধারকারী জাহাজ ডুবোচরে আটকে গেছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর ৫টি উদ্ধারকারী জাহাজের নিরন্তর চেষ্টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে উদ্ধার করা হয়। এদিকে রো রো ফেরি আটকে পড়ার ২০ ঘন্টা পর বুধবার দুপুরে ফেরি সীমিত আকারে চলাচল শুরু করলেও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর আবার সকল ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সীমিত আকারে ৭টি ফেরি চলাচল শুরু হয়েছে। এখনো উভয় ফেরি ঘাটে আটকে আটকে আছে পন্যবাহীসহ সহস্রাধিক পরিবহন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিক ২৮টি যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর। ফেরিটি সন্ধা সাড়ে ৭ টার দিক বিকল্প চ্যানেলে ডুবোচরে আটকে পড়ে। রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার ইনচার্জ দেলোয়ারুল ইসলাম বলেন, “বর্তমানে নদীতে ১০ নটিক্যাল মাইলে তীব্র স্রোত বইছে। এই স্রোতে বিকল্প চ্যানেলের মুখ দিয়ে ঢোকা খুব কষ্টসাধ্য। এর পরে আপ্রাণ চেষ্টা চালিয়ে ডুবোচরে আটকে পড়া ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে উদ্ধার সম্ভব হয়েছে।” বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন,“ ডুবোচরে আটকে পড়া ফেরিটি বুধবার রাত ৯টার দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সীমিত আকারে ৭টি ফেরি চলাচল শুরু হয়েছে। এখনো উভয় ফেরি ঘাটে আটকে আছে পন্যবাহীসহ সহস্রাধিক পরিবহন। পদ্মায় তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।” বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, “আমরা ফেরিটিতে আটকে পড়া যাত্রীদের সকালেই আইটি ও লঞ্চ দিয়ে শিমুলিয়ায় পাঠিয়েছি। ৫টি উদ্ধারকারী জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়। ২টি উদ্ধারে এসে নিজেরাই তার ছিড়ে ডুবোচরে আটকে গিয়েছিল।” বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (অতিরিক্ত) মোঃ সাইদুর রহমান বলেন, “বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
×