ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবারো নতুন গান নিয়ে হাজির রানা-তবীব

প্রকাশিত: ১৩:৪১, ২ জুলাই ২০২০

আবারো নতুন গান নিয়ে হাজির রানা-তবীব

অনলাইন ডেস্ক ॥ দেশের সঙ্গীতে ঘূর্ণিঝড়ের মতো আত্মপ্রকাশ গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের। এই জুটির বেশ কয়েকটি গান ইতোমধ্যে আলোড়ন তুলেছে। এবার নতুন গান নিয়ে হাজির হলেন তারা। একবিংশ শতাব্দীতে মানুষের জীবন সবচেয়ে সস্তা। প্রেম বিলুপ্তপ্রায় একটি বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোট হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে- এমন কথার গানের শিরোনাম ‘আই কান্ট ব্রেথ’। বরাবরের মতোই র্যাপের ঢঙে সমসাময়িক অসামঞ্জস্যতা নিয়ে কথা বলেছেন এই জুটি। গানের ভিডিওটি পরিচালনা করেছেন তবীব মাহমুদ। গানটি প্রসঙ্গে তবীব বলেন, গানটির কথা ও সুর আমার করা। নানাবিধ অমানবিকতার কারণে আজ আমি বা আমরা শ্বাস নিতে পারছি না। এগুলোই তুলে ধরা হয়েছে গানটিতে। প্রসংগত, গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের ‘গাল্লিবয়’ ও ‘হিপহপ পুলিশ’ নামের দুটি সিরিজসহ বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে।
×