ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নড়াইলে নতুন করে পুলিশ ও ব্যাংকারসহ ২৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:২১, ২ জুলাই ২০২০

নড়াইলে নতুন করে পুলিশ ও ব্যাংকারসহ ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে তিন পুলিশ সদস্য ও এক ব্যাংকারসহ ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। সিভিল সার্জন জানান, এর মধ্যে নড়াইল সদর থানার এসআই মিহির কান্তি রায়সহ ৩ জন পুলিশ সদস্য ও নড়াইল ইসলামী ব্যাংকের সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ সদর উপজেলায় ৭জন এবং লোহাগড়া উপজেলায় ১৬জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ৯জন চিকিৎসকসহ সর্বমোট ২২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮চিকিৎসকসহ ৬৭জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৭জন মারা গেছেন।
×