ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনা রোগী বেড়ে দাঁড়ালো ৮১২ জনে

প্রকাশিত: ১৩:১২, ২ জুলাই ২০২০

মাদারীপুরে করোনা রোগী বেড়ে দাঁড়ালো ৮১২ জনে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫, রাজৈরে ৮, কালকিনিতে ১ এবং শিবচর উপজেলায় ৪জন। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১২জনে। আরো ২২ জনসহ জেলায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। গত ২৯ জুন চিকিৎসাধীন আরো ১ জনসহ এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। তবে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। বুধবার বিকেল পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে, সদর উপজেলায় ২৭৭, রাজৈরে ২৫১, কালকিনিতে ১৪৬ এবং শিবচর উপজেলায় ১২৭ জন। জেলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ৮৭১ টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ৬২৬টির। বুধবার বিকেলে ১৮৮টি নমুনা (২৭ ও ২৮ জুন সংগ্রহকৃত) পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ এবং বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮১০ জনের মধ্যে সুস্থ ৩১৩ জন বাদে বাকী ৪৬৮ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
×