ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দল নিবন্ধনে নয়া আইন তৈরির কাজ বন্ধ রাখুন ॥ ইসিকে বিএনপি

প্রকাশিত: ০০:৩১, ২ জুলাই ২০২০

দল নিবন্ধনে নয়া আইন তৈরির কাজ বন্ধ রাখুন ॥ ইসিকে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নতুন আইন প্রণয়নের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার রাজনৈতিক দল নিবন্ধন আইন- ২০২০ নিয়ে দলটি তাদের অবস্থান জানাতে ইসিকে দেয়া চিঠিতে এ দাবি করেছে। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধ দল বুধবার বিকেলে ইসি সচিব মোঃ আলমগীরের কাছে দাবি হস্তান্তর করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আমরা দাবি করছি, নতুন আইন প্রণয়ন সম্পর্কিত কার্যক্রম স্থগিত করা হোক। এ সঙ্কটকাল শেষ না হওয়া পর্যন্ত এবং অংশীজনের মতামত নেয়ার অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইসির পক্ষে নতুন কোন প্রস্তাব চূড়ান্ত করা উচিত হবে না। এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত রাজনৈতিক দল নিবন্ধন আইনে ‘কমিশন’, ‘কমিশনার’ শব্দগুলো অক্ষুণ্ণ রেখে নির্বাচনী পদ-পদবির বাংলা করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তা অনৈতিক। প্রচলিত আইনের মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ রেখে ইংরেজীর পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ ভাল মনে হলেও এর জন্য যে সময় বেছে নেয়া হয়েছে তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। আইনের যে খসড়া প্রস্তুত করা হয়েছে তাতে চিঠিতে উল্লেখিত ‘মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ’ রাখা হয়নি। এজন্য খসড়া নতুন আইন শুধু নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত উদ্যোগেরই পরিপন্থী নয়, আমরা এটিকে বিশেষ উদ্দেশ্যমূলক বলে মনে করি।
×