ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে উত্তরা ইপিজেডে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ৮

প্রকাশিত: ২২:০৬, ২ জুলাই ২০২০

নীলফামারীতে উত্তরা ইপিজেডে শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা তৈরির এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের সময় কারখানায় অগ্নি সংযোগ, ভাংচুর ও অর্থ লুটের ঘটনায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। ওই মামলায় মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ওই কারখানার লুট হওয়া ৯৩ লাখ ১৫ হাজার ৪৯১ টাকার মধ্য থেকে ৩ লাখ ৬২ হাজার ৬৩০ টাকা উদ্ধার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি কম্পিউটার মনিটর, একটি স্ক্যানার, কিবোর্ড, একটি সিসি ক্যামেরা উদ্ধার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ওই কারখানার সিকিউরিটি গার্ড আরিফুল ইসলাম, লাইন লিডার আমিনুল ইসলাম, কালেক্টর সাদেকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাগ্য চন্দ্র রায়, শ্রমিক শরিফুল ইসলাম, লেবু মিয়া ও শাহিন। পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বিডি লিমিটেডের পরচুলা তৈরির কারখানায় শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ওই কারখানায় ভাংচুর, অগ্নি সংযোগ, অর্থ লুটের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের আড়ালে দুষ্কৃতিকারীরা ওই হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জাহাঙ্গীর আলম। ওই ঘটনায় ১৫ কোটি টাকার ক্ষতি দাবি করা হয়। অভিযোগ করা হয় শ্রমিক অসন্তোষের ধুয়া তুলে সন্ত্রাসী ও নাশকতার পরিকল্পিতভাবে হাতে স্ক্রু ড্রাইভার, হাতুড়ি, রড ও ভারি যন্ত্রপাতি নিয়ে প্রথমে কারখানার নিরাপত্তা কক্ষ তছনছ করে। এরপর সিসি ক্যামেরা ভাংচুর ও উল্টে দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে দুটি কাভার্ডভ্যান, ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেল, ৫টি ফর্ক লিস্টার, ৪৫০টি সিসি ক্যামেরা, ৩২০টি কম্পিউটার, ৩২০টি হার্ডডিক্সসহ অসংখ্য আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং উৎপাদিত মালামালসহ কাঁচামালে অগ্নি সংযোগ করে। একই সঙ্গে কোম্পানির দুটি লকার ভেঙ্গে ৯৩ লাখ ১৫ হাজার ৪৯১ টাকা লুট করে নেয়।
×