ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে রড বোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত

প্রকাশিত: ২২:০৬, ২ জুলাই ২০২০

রংপুরে রড বোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ জুলাই ॥ তারাগঞ্জে রড বোঝাই ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার দুপুরে তারাগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে শ্রমিক সরদার আবু বক্কর সিদ্দিক (৫৫), একই গ্রামের সমসের আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে অনিল চন্দ্র রায় (৫৫) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাদখানা গ্রামের মৃত কাচুয়া মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ কাজের জন্য চট্টগ্রাম থেকে রড নিয়ে যাওয়ার সময়ে ট্রাকটি অনন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সেখানেই চাপা পড়ে নিহত হন একজন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান আরও তিনজন। গুরুতর আহত চারজনের মধ্যে ওয়াসীম আলীকে (৩৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং রশিদুল (৪০), আমির (৪৫) এবং আয়নালকে (৩৫) তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারাগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক নেতা মিলন জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ শ্রমিক অফিসে এসে পৌঁছালে ১২ শ্রমিক ওই ট্রাকে ওঠেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের গ্রামের বাড়ি অনন্তপুর এলাকায় রড নিয়ে যাওয়ার সময়ে রাস্তাটি চাপা হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। শেরপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শেরপুরে ট্রাকচাপায় কালু মিয়া (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া স্থানীয় মৃত দুলাল হাজীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভূইয়া জানান, বুধবার বেলা সোয়া ৩টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক কালু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। বগুড়ায় দুই স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে শেরপুর ধুনট সড়কের শালফা এলাকায় বালু বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত হন জেসমিন বেগম (৩৮)। তার বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পীরগাছা গ্রামে। সে ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। তিনি সিএনজিচালিত অটোরিক্সায় সোনামুখি যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বগুড়া-নাটোর সড়কের নন্দীগ্রাম সরকারী মহিলা কলেজের কাছে মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিক্সাকে একটি ট্রাক ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বিটুল চন্দ্র (৩৮)। সে সিংড়ার নিমাইকদমা গ্রামের জতিন্দ্রনাথের ছেলে। তিনি শেরপুর থেকে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। নান্দাইলে অটোরিক্সা চালক সংবাদদাতা নান্দাইল ময়মনসিংহ থেকে জানান, ট্রাকচাপায় উজ্জ্বল মিয়া নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চৌরাস্তা-আঠারবাড়ি সড়কের বাঁশহাটি নামক স্থানে ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অটোরিক্সা চালকের বাড়ি মধ্য বাঁশহাটি গ্রামে। সে ওই গ্রামের তাহের উদ্দিনের বড় ছেলে। দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সংঘর্ষ ঘটায়। এতে অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায়। বোয়ালমারীতে শ্রমিক সংবাদদাতা বোয়ালমারী ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামাল শেখ (৩০) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা মোশাররফ নামের অপরজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আড়তের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার শেখের ছেলে। স্থানীয়রা জানান, কামাল মোটরসাইকেল চালিয়ে কাদিরদী বাজার থেকে মোশাররফ নামের একজনকে নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজ ভর্তি একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় ও সঙ্গে থাকা মোশাররফ আহত হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×