ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে এসিড পানে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২২:০৫, ২ জুলাই ২০২০

দিনাজপুরে এসিড পানে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নবাবগঞ্জে স্বর্ণের দোকানে এসিড পানে মোনতাহুল জান্নাত সাবা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্বর্ণের দোকানের মালিক সাইফুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা শহরের সোমা জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে। মোনতাহুল জান্নাত সাবা উপজেলার বিনোদনগর নন্দনপুর গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে। আটক সোমা জুয়েলার্সের মালিক সাইফুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার রামপুর এলাকার সবুজার রহমানের ছেলে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, বুধবার সকালে উপজেলা শহরের সোমা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে মা মোর্শেদা বেগমের সঙ্গে গহনা তৈরি করতে যায় শিশু মোনতাহুল জান্নাত সাবা। সেখানে শিশুটির ক্ষুধা পেলে মায়ের কাছ থেকে বিস্কুট খেয়ে পানি খেতে চায়। এ সময় ওই দোকানের মালিক সাইফুল ইসলাম গ্লাসে করে পানির বদলে স্বর্ণ পরিষ্কারের এসিড খেতে দেন। এসিড খেয়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শিশুটির মৃত্যু হয়।
×