ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে বিদ্যুতের তারে জড়িয়ে দম্পতির মৃত্যু

প্রকাশিত: ২২:০৪, ২ জুলাই ২০২০

পিরোজপুরে বিদ্যুতের তারে জড়িয়ে দম্পতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ জুলাই ॥ কাউখালীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আজহার আলী খাঁ (৭৫) ও তার স্ত্রী রেনু বেগম (৬০) দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় ওই প্রবীণ দম্পতির নাতি ইয়াসিন আলী (৩) গুরুত আহত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কাউখালী সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আজহার আলী কাঁঠালিয়া গ্রামের মৃত করম আলী খাঁর ছেলে। প্রবীণ ওই দম্পতি দুই ছেলে ও তিন মেয়ের জনক ও জননী। জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃদ্ধা রেনু বেগম নাতি ইয়াসিন আলীকে সঙ্গে করে বসতঘর থেকে উঠানে নামেন। এ সময় উঠানের ওপরে থাকা বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে বৃদ্ধার গায়ে পড়ে। রেনু বেগম ও ইয়াসিন বিদ্যুতস্পৃষ্ট হন। নাতি ছিটকে দূরে পড়ে গেলেও বৃদ্ধা রেনু বিদ্যুতের তারে জড়িয়ে থাকেন। তাকে বাঁচাতে তার স্বামী আজহার আলী এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। সান্তাহারে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা সান্তাহার বগুড়া থেকে জানান, বগুড়া আদমদীঘি উপজেলার পল্লীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের কেশরতা গ্রামে। জানা গেছে, উপজেলা সদর ইউনয়নের গ্রামের মৃত কছির উদ্দিন প্রামাণিকের ছেলে ধান ব্যবসায়ী আব্দুল গফুর (৪৮) প্রতিদিনের মতো মঙ্গলবার তার ব্যবসা প্রতিষ্ঠান কুসুম্বী বাজার থেকে বাড়িতে ফেরে। এরপর রাত ১০টার দিকে বাড়ির বাথরুম পরিষ্কার করছিল। এ সময় অনবধানবশত কোদালের কোপে বৈদ্যুতিক তার ছিঁরে মাটিতে পরে যায়। সে ওই ছেঁরা তার সরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্ব আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমতলীতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা আমতলী থেকে জানান, বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিরাজ শরীফ (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে। জানা গেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের শানু শরীফের ছেলে মিরাজ শরীফ বুধবার দুপুরে বাড়ির পাশে ভেঙ্গে পড়া চাম্বল গাছ সরাতে যায়। ওই গাছের নিচে বিদ্যুতের তার ছেঁড়া ছিল। ছেঁড়া তার না দেখেই মিরাজ গাছ সরানোর চেষ্টা করে। এ সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
×