ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রূপপুর পরমাণু প্রকল্প

অস্বাভাবিক দামে আসবাবের ঠিকাদারকে দেয়া জামিন স্থগিত

প্রকাশিত: ২১:৫৪, ২ জুলাই ২০২০

অস্বাভাবিক দামে আসবাবের ঠিকাদারকে দেয়া জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্যসামগ্রী ক্রয় সংক্রান্ত ঠিকাদার আসিফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বেসরকারী মেডিক্যালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্কেল অনুযায়ী বেতন এবং বোনাসের নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, অনুমোদন পাওয়ার পর শর্ত ভঙ্গ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বেতন না দিলে বেসরকারী মেডিক্যাল কলেজগুলোর লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রিটে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের ক্রয়সংক্রান্ত ঠিকাদার আসিফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। আপীল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। বিষয়টি দুদকের আইনজীবী খুরশিদ আলম খান নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ জুন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয়সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন প্রদান করে হাইকোর্ট। পরে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুটি মামলা করে। তারপর থেকে কারাগারেই রয়েছেন আসিফ হোসেন। দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা বালিশকাণ্ড নামে পরিচিতি পেয়েছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বেতন বোনাসের নিশ্চয়তা চেয়ে রিট ॥ বেসরকারী মেডিক্যালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্কেল অনুযায়ী বেতন এবং বোনাসের নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, অনুমোদন পাওয়ার পর শর্ত ভঙ্গ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বেতন না দিলে বেসরকারী মেডিক্যাল কলেজগুলোর লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রিটে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট রিটটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী জামিউল হক ফয়সাল।
×