ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা টেস্টের জন্য ২০০ টাকা নেয়া ঠিক হচ্ছে না ॥ রিজভী

প্রকাশিত: ২১:৫৪, ২ জুলাই ২০২০

করোনা টেস্টের জন্য ২০০ টাকা নেয়া ঠিক হচ্ছে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ পরিস্থিতিতে করোনা টেস্টের জন্য ২০০ টাকা নেয়া হচ্ছেনা। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত গুম হওয়া দুই নেতার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আজকে যদি একজন রিক্সাওয়ালা তার করোনা টেস্ট করতে যেতে হয়, একজন ভ্যানওয়ালা করোনা টেস্ট করতে যেতে হয়, একজন মজুর, একজন কৃষি শ্রমিক যারা সারাদিন কাজ করার পর হয়ত ১শ’ থেকে ২শ’ টাকা আয় করতে পারে না, তারা ২শ’ টাকা দিয়ে করোনা টেস্ট করবে কি করে? তাই আমরা করোনা টেস্টে ফি নির্ধারণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিজভী বলেন, এই মহামারীর সময়ে মানুষকে খাদ্য দেয়া দরকার, মানুষের জিনিসপত্রের দাম কমানো দরকার, ঠিক এই সময়ে সরকার করোনার টেস্টের জন্য ২০০ টাকা ফি নির্ধারণ করেছে। সরকার জানে করোনার সময়ে মানুষ আর মিছিল করতে পারবে না- এই সময়ে যত পারো বাড়াও বিদ্যুতের দাম, তেলের দাম, গ্যাসের দাম। একটা প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগ নিয়ে জনগণকে টার্গেট করেছে তারা।
×