ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ভুতুড়ে বিলে অতিষ্ঠ বিদ্যুত গ্রাহক ॥ সমন্বয়ের আশ্বাস!

প্রকাশিত: ২১:০৭, ২ জুলাই ২০২০

খাগড়াছড়িতে ভুতুড়ে বিলে অতিষ্ঠ বিদ্যুত গ্রাহক ॥ সমন্বয়ের আশ্বাস!

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার সাড়ে ছয় সহ¯্রাধিক বিদ্যুত গ্রাহক প্রতিনিয়ত ভুতুড়ে বিলের বোঝায় অতিষ্ঠ হয়ে পড়েছে! শত-সহস্র বার প্রতিবাদ করেও এর কোন স্থায়ী সমাধান পাচ্ছে না গ্রাহকরা। বরং ব্যবহারের চেয়েও হাজার রিডিং বিল পরিশোধ বাধ্যতামূলক ও মিটার পরিবর্তন করতে বাধ্য করাসহ নানা হয়রানির অভিযোগ এখন নিত্যঘটনা। জানা গেছে, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি উপজেলায় সাড়ে ৬ সহস্রাধিক বিদ্যুত গ্রাহক রয়েছে। এর মধ্যে শুধু মানিকছড়িতে গ্রাহক রয়েছে ৬ হাজার, আর লক্ষ্মীছড়িতে প্রায় ৭শ’। বিদ্যুত অফিসের বিরুদ্ধে নানা পর্যায়ে গ্রাহকে হয়রানির অভিযোগ নতুন নয়। এটি অনেক পুরনো ঘটনা! নতুন লাইন সংযোজন থেকে হয়রানির যাত্রা শুরু! সর্বশেষ বৈশ্বিক মহামারীতে মানুষজন আয়-রোজগার বঞ্চিত হয়ে যখন গৃহবন্দী, ঠিক তখনি আবার বিদ্যুত গ্রাহকের ওপর ভুতুড়ে বিলের বোঝা! দুই উপজেলার দুই সহস্রাধিক গ্রাহক অতিরিক্ত বিলের (ভুতুড়ে) চাপে নাভিশ্বাস! একশ’ দুইশ’ ইউনিট নয়, এক/দুই হাজার ইউনিট বেশি বিল গ্রাহকদের ধরিয়ে দেয়া হয়েছে। এতে গ্রাহকদের ক্ষোভ বাড়তে থাকায় সম্প্রতি বিদ্যুত অফিসের উদ্যোগে জনপদে মাইকিং করে বিলের আপত্তি জানাতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি অফিসের সহকারী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দীন ভুতুড়ে বিলের অভিযোগ সম্পর্কে বলেন. ‘করোনা’ কারণে গত ৩ মাস মাঠে গিয়ে মিটার রিডিং আনা সম্ভব হয়নি। ফলে কম-বেশি ত্রুটি হয়েছে। যার কারণে বিদ্যুত অফিসের পক্ষ থেকে গ্রাহকদের অভিযোগ জানাতে বলা হয়েছে।
×