ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধর ॥ বাসচালক গ্রেফতার

প্রকাশিত: ২১:০৪, ২ জুলাই ২০২০

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধর ॥ বাসচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমজান মিয়া (৪০) নামে এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই বাসচালককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার দায়েরকৃত মামলায় আল-আমিন ও ইমন নামে বাসচালকের আরও দুই সহযোগী পলাতক রয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী ওঠানামা করলে যানজট নিরসনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল চালককে বাসটি সরিয়ে নিতে বলেন। এতে বাসচালক ক্ষিপ্ত হয়ে বাসের অপর দুই সহযোগীসহ ওই পুলিশ কর্মকর্তাকে গাড়িতে থাকা কাঠের লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে অন্যান্য পুলিশ সদস্যরা ও আশপাশের লোকজন বাস চালককে আটক করে। ওই বাসের হেলপার বাসটি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই সহযোগী পলাতক রয়েছে।
×