ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বোনাস দাবিতে কঠিন শিলা খনি শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ১৯:৪২, ২ জুলাই ২০২০

বেতন বোনাস দাবিতে কঠিন শিলা খনি শ্রমিকদের অবরোধ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১ জুলাই ॥ মধ্যপাড়া কঠিন শিলা খনি শ্রমিকরা করোনাকালীন বেতন ও আগামী ঈদ বেনাসের দাবিতে আজ বুধবার বেলা ১১টায় অবরোধ কর্মসূচী পালন করেছে। খনি চত্বরে এক ঘণ্টার এ অবরোধ সমাবেশে বক্তব্য দেন খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। তারা বলেন, এই খনির কঠিন শিলা উৎপাদনের দায়িত্বে নিয়োজিত জার্মানীয়া ট্রেস্ট্র্র কনসোটিয়াম (জিটিসি)। তাদের অধীনে শিলা উৎপাদনে নিয়োজিত রয়েছে ৮শ’ শ্রমিক। করোনাকালীন সময়ে ছুটিতে থাকা শ্রমিকরা বেতন না পেয়ে পরিবারপরিজন নিয়ে অবর্ণনীয় কষ্টে দিন যাপন করছে। তাই ছুটিতে থাকা ২ মাসের বেতন ও আগামী ঈদ বেনাসের দাবিতে তাদের এ অবরোধ। অবিলম্বে তাদের বেতন বেনাস পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট তারা দাবি জানিয়েছেন। যোগাযোগ করলে মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান জানান, শ্রমিকরা আমাদের নিকট বেতন বোনাসের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন। এ লক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে বসে অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
×