ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৬০ শয্যার করোনা ইউনিট চালু

প্রকাশিত: ১৯:৩৮, ২ জুলাই ২০২০

চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৬০ শয্যার করোনা ইউনিট চালু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম বন্দর হাসপাতালে চালু হয়েছে ৬০ শয্যার বিশেষায়িত ইউনিট। বুধবার সকালে এই ইউনিট ও হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের লাইফ লাইন। চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কোভিড-১৯ চিকিৎসায়ও সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামবাসীর পাশে থাকবে বন্দর। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নৌপরিবহন প্রতিমন্ত্রী একটি মাত্র ল্যাব দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সঙ্কট মোকাবেলা করছে দেশের মানুষ। করোনাভাইরাস আমাদের অর্থনীতিকে যে ধাক্কা দিয়েছে তা আমরা কাটিয়ে উঠতে পারব। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, দশ বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের সেরা ১০০টি কন্টেনার পোর্টের মধ্যে ৬৪তম স্থানে এসেছে। আমরা চাই ৩০ থেকে ৫০তম অবস্থানে চলে আসতে। চট্টগ্রাম বন্দরের আওতায় কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, বে-টার্মিনাল, পিসিটিসহ অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বন্দরের পরিধি বেড়ে যাওয়ায় শুধু উদ্ধারকারী জাহাজ নয়, বন্দরের জন্য হেলিকপ্টার কেনার পরিকল্পনাও রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ বন্দর কার্যক্রম তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য সেবার পরিধি বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে হাজারো মানুষের যাওয়া আসা। জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন বন্দরের লোকজন।
×