ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে রাবির ল্যাব সহকারীর মৃত্যু

প্রকাশিত: ১৪:২৬, ১ জুলাই ২০২০

করোনার উপসর্গ নিয়ে রাবির ল্যাব সহকারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ল্যাব সহকারী মাসুদ রানার (৪৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। মাসুদ রানা রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। তিনি রাবির রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার পরই বলা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।
×