ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাধবপুরে আরো ১৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৪:১২, ১ জুলাই ২০২০

মাধবপুরে আরো ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা সহ নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েকদিনে উপসর্গ থাকায় আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে আইইডিসিআর ঢাকা ল্যাবে পাঠানো হয়েছিল সেখান থেকে পাঠানো ফলাফলে ১৭ জনের করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্বাস্থ্য কর্মী, উপজেলা পরিষদের ২ জন সরকারি কর্মচারি, থানার এক পুলিশ সদস্য, সোনালী ব্যংকের ১ জন, কৃষিব্যাংকের ১ জন, সাতবর্গের ২জন, শান্তিপাড়ার ২ জন, কাটিয়ারার ১ জন, ফায়ার সার্ভিসের ১ জন, আন্দিউড়া গ্রামের ১জন, মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ১ জন, নোয়াপাড়ার ১ জন। ডাক্তার ইশতিয়াক আল মামুন বলেন, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে এবং তাদের সংস্পর্শে ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। নতুন আক্রান্ত ১৭ জন নিয়ে মাধবপুর উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১১২ জন।
×