ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধোনিকে নিয়ে গান বেঁধেছেন ডিজে ব্র্যাভো

প্রকাশিত: ১৩:২৪, ১ জুলাই ২০২০

ধোনিকে নিয়ে গান বেঁধেছেন ডিজে ব্র্যাভো

অনলাইন ডেস্ক ॥ ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো গায়ক হিসবেও বিখ্যাত। তার 'চ্যাম্পিয়ন' তো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। এবার তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গান বাঁধছেন। ইন্টারনেটে গানের টিজারও প্রকাশ করেছেন। আগামী ৭ জুলাই ধোনির জন্মদিনে সম্পূর্ণ গানটি প্রকাশ করবেন বলেও জানিয়েছেন ব্র্যাভো। তিনি আরও জানিয়েছেন, সেই গানে নাকি ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটের ধাঁচে হেলিকপ্টার নাচও দেখা যাবে। টিজার প্রকাশের আরও একটা উদ্দেশ্য আছে ব্র্যাভোর। তিনি ভক্তদের আহ্বান জানিয়েছেন, হেলিকপ্টার নাচের ভিডিও করে নির্দিষ্ট ট্যাগ দিয়ে তাকে পাঠাতে। গানের কথা ও সুর সব ব্র্যাভোরই করা। আগামী ৭ জুলাই ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক ধোনি। তাকে নিয়ে লেখা ব্র্যাভোর গানটির কিছু লাইন হলো, 'এমএস ধোনি নাম্বার সেভেন। ২০০৭ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। ২০১১ সালে বিশ্বকাপ জয়। প্রথম ক্যাপ্টেন হিসেবে সমস্ত ট্রফি জয়। এখন সবাই হেলিকপ্টার শট উদযাপন কর।' ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্র্যাভোর 'চ্যাম্পিয়ন' গানটা ভীষণ জনপ্রিয় হয়েছিল। ধোনিকে নিয়ে নতুন গান সম্পর্কে ব্র্যাভো বলেছেন, 'মাহি সং এখনও সম্পূর্ণ হয়নি। সুর নিয়ে আমি এখনও কাজ করতে চাই। গানের কথাও কিছুটা বাড়াতে চাই। মাহির জন্য আমি কিছু করতে চেয়েছিলাম। ওর ক্যারিয়ার এখন শেষের দিকে। সে আমার ক্যারিয়ারে বড় প্রভাব রেখেছে। রোহিত-কোহলিরাও একই কথা বলে। ওর মতো গ্রেট ক্রিকেটারের জন্য তৈরি গানটির নাম দিয়েছি 'নাম্বার সেভেন'। এটা ওর জন্য বিশেষ নম্বর।'
×