ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেহরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

প্রকাশিত: ১০:০৪, ১ জুলাই ২০২০

তেহরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

অনলাইন ডেস্ক ॥ ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। সিনা আথার ক্লিনিকে ওই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্যাস লিক থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরানে বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক থেকেই ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেছেন। এদিকে, উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জন নারী এবং ৯ জন পুরুষ। বিস্ফোরণের পর সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে তেহরানের ওই ক্লিনিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে করছেন দমকল কর্মীরা।
×