ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় আর্থিক প্রতিষ্ঠানগুলো

প্রকাশিত: ০১:১৭, ১ জুলাই ২০২০

১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় আর্থিক প্রতিষ্ঠানগুলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আদায় হচ্ছে না ঋণ। অন্যদিকে কাক্সিক্ষত আমানতও পাচ্ছে না। ফলে তারল্য সঙ্কটে ভুগছে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই)। চলমান সঙ্কট উত্তরণে ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চেয়েছে প্রতিষ্ঠানগুলো। তাদের এ তহবিল গঠনের ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার চলমান সঙ্কট মোকাবিলায় বেশকিছু প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং এ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ এ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ফজলে কবির, এসএম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক শাহ আলমসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিএলএফসি চেয়ারম্যান ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ খান প্রমুখ। বিএলএফসিএর পক্ষ থেকে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ঋণ দীর্ঘমেয়াদি। করোনার কারণে এসব ঋণের কিস্তি আদায় হচ্ছে না। এছাড়া ছোট ঋণগ্রহীতারা চলমান সঙ্কটের কারণে ঋণ পরিশোধ করতে পারছে না। একদিকে ঋণের অর্থ ফেরৎ পাওয়া যাচ্ছে না অন্যদিকে তারল্য সঙ্কট। এ কারণে সহায়তা দরকার। ১০ হাজার কোটি টাকা বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। যেখান থেকে সহজে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক রেটে ঋণ নিতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক সাড়া দিয়েছে।
×