ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

প্রকাশিত: ০১:০৫, ১ জুলাই ২০২০

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

জনকণ্ঠ ডেস্ক ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তিনি বর্তমানে করোনাভাইরাসজনিত সেকেন্ডারি নিউমোনিয়ায় ভুগছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে বলা হয়, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস পরবর্তী সেকেন্ডারি নিউমোনিয়ায় চিকিৎসাধীন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নির্ভর বিকল কিডনির রোগী হিসেবে দীর্ঘ একমাস রোগ ভোগের কারণে তার শরীর বর্তমানে দুর্বল। হৃদযন্ত্রের প্রদাহের কারণে কথা বলতে নিষেধ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ দেখতে গিয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর খোঁজ-খবর নিয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
×