ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাকার্তা থেকে ঢাকা ফিরলেন ১২৯ বাংলাদেশী

প্রকাশিত: ০১:০২, ১ জুলাই ২০২০

জাকার্তা থেকে ঢাকা ফিরলেন ১২৯ বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ মহামারীর মধ্যে জাকার্তা থেকে ফিরেছেন ১২৯ বাংলাদেশী। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা জাকার্তা থেকে ঢাকা ফেরেন বলে বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান। খবর বিডিনিউজের। করোনার কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। এ অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশীদের বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকেও বাংলাদেশীদের একইভাবে ফেরানো হচ্ছে। গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশী বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
×