ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াসার পানির বাড়তি দামে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

প্রকাশিত: ২১:৪৬, ১ জুলাই ২০২০

ওয়াসার পানির বাড়তি দামে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ওয়াসার পানির বাড়তি দামের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে আপীল বিভাগের চেম্বার কোর্ট। ফলে যে বাড়তি দাম গত তিন মাস ধরে আদায় করে আসছিল ওয়াসা সেটিই বহাল থাকল। এদিকে একই আদালত অর্থপাচার মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্ত হওয়া জেলার সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। মঙ্গলবার আপীল বিভাগের ভার্চুয়াল চেম্বার কোর্ট বিচারপতি মোঃ নুরুজ্জামান এ আদেশগুলো প্রদান করেছেন। সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের ভার্চুয়াল চেম্বার জজ আদালত। এ আদেশের ফলে গ্রাহকদের কাছ থেকে বাড়তি পানির বিল নিতে কোন বাধা থাকল না বলে জানিয়েছে আইনজীবীরা। ব্যারিস্টার অনিক আর হক বলেন, ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ের ওপর হাইকোর্ট ১০ আগস্ট পর্যন্ত যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সে আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে চেম্বার কোর্ট। ফলে যে বাড়তি দাম গত তিন মাস ধরে আদায় করে আসছিল ওয়াসা সেটিই বহাল থাকল। আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক ও এ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে ২২ জুন পানির ২৫ শতাংশ দাম (১ এপ্রিল থেকে) বাড়ানোর ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ঢাকা ওয়াসা। গত ১৪ জুন সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্তে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী এ্যাডভোকেট তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। জেলার সোহেল রানার জামিন স্থগিতের সময় বাড়ল অর্থপাচার মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্ত হওয়া জেলার সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছে চেম্বার আদালত। মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান এই আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, এ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও শাকিলা রওশন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান শুনানি করেন। গত ২৩ জুন সোহেল রানার জামিন আদেশ ৩০ জুন পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। গত ১৬ জুন অর্থপাচার মামলায় সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
×