ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢামেক করোনা ইউনিটে ১৯ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৬, ১ জুলাই ২০২০

ঢামেক করোনা ইউনিটে ১৯ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৯ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দু’জন। বাকি আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত করোনা ইউনিটে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে প্রায় ৬শত জনের মৃত্যু হয়েছে। এদিকে এই সময় ঢামেক হাসপাতালের করোনা দুই ইউনিটের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের-২ এর দশতলা ভবনে (করোনা-২ ইউনিট) ৫২২ জন করোনা রোগী ভর্তি আছেন। আর হাসপাতালে বার্ন ইউনিটের করোনা-১ ইউনিটে ১৯০ জন করোনা রোগী ভর্তি আছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ সূত্র জানায়, রবিবার রাত ১২টা থেকে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৫ জন। বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হচ্ছেন- ঢাকার দোহারের আতাহার মিয়া (৭০), ঢাকার বাড্ডার সিকান্দার আলী (৬৫), লক্ষ্মীপুরের সামছুল হক (৫২), কিশোরগঞ্জের দেবেশ চন্দ্র সাহা (৭৫) ও শেরপুরের সেলিম মিয়া (৩৭)। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
×