ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২১:১৩, ১ জুলাই ২০২০

এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৬ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৯ টাকায়। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট। এবি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি ব্যাংক শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষায়ও বদ্ধপরিকর।
×