ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাওয়ে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহত

প্রকাশিত: ২০:৫৯, ৩০ জুন ২০২০

ঠাকুরগাওয়ে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক মসজিদের বৃদ্ধ ইমাম নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাতে ঠাকুরগাও-দিনাজপুর মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার কুমিল্লা হাড়ি নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহন নামে একটি কোচ দ্রুতগতিতে যাত্রীসহ একটি রিস্কাভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী ৭০ বছর বয়সী গিয়াস উদ্দিন ওরফে বাতাসু ছিটকে কোচের চাকার নিচে পড়ে যায়। এসময় কোচটি তাকে পিষ্ট করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে ওই ইমামের মর্মান্তিক মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে সাথে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত গিয়াস উদ্দিন জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর ধনন্দগাও গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামে একটি জামে মসজিদের ইমামতি করতেন। এঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সার্জেন্ট নওউসাদ ফরহাদ জানান, পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা করবো।
×