ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন সেনা প্রধান

প্রকাশিত: ২০:৫৩, ১ জুলাই ২০২০

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন সেনা প্রধান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বঙ্গবন্ধুর স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছে। এ উপলক্ষে সেনা প্রধান ঢাকা সেনানিবাসের ‘আল্লাহু মসজিদ’ প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। পাশাপাশি একইসঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর সকল সেনানিবাসে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বৃক্ষরোপণ অভিযান-২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে, যা মাসব্যাপী চলমান থাকবে। এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লক্ষাধিক বৃক্ষ রোপণ করা হবে। বিমান বাহিনী ॥ জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে বিমান বাহিনী এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২০’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মঙ্গলবার বিমান সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। ‘সবুজ বৃক্ষ- নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছে। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে কর্মসূচীতে অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালকরা এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনী ॥ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৌবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু স্মারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২০ ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী মঙ্গলবার একটি গাছের চারা রোপণ করেন। তিনি বনানীর নৌ সদর প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে উক্ত কর্মসূচীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার এবং উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×