ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নমুনা জটে রংপুর পিসিআর ল্যাব, চরম ভোগান্তি

প্রকাশিত: ২০:৫০, ১ জুলাই ২০২০

নমুনা জটে রংপুর পিসিআর ল্যাব, চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ জুন ॥ করোনা শনাক্ত করতে হিমসিম খাচ্ছে রংপুর মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের কর্মীরা। এই একটি মাত্র ল্যাবে প্রতিদিন দুই শিফটে ১শ’ ৮৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়, অথচ নমুনা আসে কমপক্ষে তিন শতাধিক। ফলে সংগৃহীত নমুনার টেস্ট রিপোর্ট দিতে ১০/১২ দিন বা তার বেশি সময় লেগে যায়। এভাবে প্রতিদিন বাড়ছে নমুনার জট। ভুক্তভোগীরা বলেন, নমুনা জমা দিতে সময় লাগছে। আবার করোনা টেস্ট করাতেও সময় লাগছে। রংপুর পিসিআর ল্যাব সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত সাড়ে ৯ হাজার জনের নমুনা টেস্টের জন্য জমা পড়ে আছে। জমা পড়া নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার অনুরোধ জানিয়ে আইইডিসিআরকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোন সুখবর আসেনি। করোনা পরীক্ষা করতে আসা ভুক্তভোগীরা বলেন, নমুনা দিতেই ভোগান্তির শেষ নেই। অনেক ভোগান্তির পর নমুনা দিতে পারলেও ফল পেতেও বিড়ম্বনার শেষ নেই। ন্যূনতম ৭ দিন থেকে ১৩ দিনও অপেক্ষা করতে হচ্ছে। আবার নমুনা দেয়ার পর সন্দেহভাজনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও তা নিশ্চিত করার কোন প্রচেষ্টা নেই। ফলে নমুনা জমা দেয়া করোনা আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক চলাফেরার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন।
×