ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে চীনা নাগরিকসহ নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২০:৫০, ৩০ জুন ২০২০

নীলফামারীতে চীনা নাগরিকসহ নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনাভাইরাস সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। করোনা পজিটিভ নতুন ৪জনের এর মধ্যে নীলফামারীর উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর একজন ৩৭ বছরের চীনা নাগরিক করোনা পজিটিভ হয়েছেন। তিনি ইপিজেডের অভ্যান্তরে আইসলেশনে রয়েছেন। এছাড়া নীলফামারী পৌরসভার থানাপাড়ার ৩৫ বছরের এক নারী। পৌরসভার বেলালের মোড়ে ৩২ বছরের একজন। সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডী সোনারথ এলাকার ৩০ বছরের এক নারী। এর আগে গত ২২ জুন উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ওয়ারহাউজের আরো এক কর্মকর্তার করোনা পজিটিভ হয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সূত্র মতে, এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ৩৩৮ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১১০, জলঢাকা উপজেলায় ৬৭, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৬, ডোমার উপজেলায় ৩৮ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৩ জন।
×