ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে এক শ’ টন চাল ও ১০ লাখ টাকা ত্রাণ বরাদ্দ

প্রকাশিত: ২০:৪৬, ১ জুলাই ২০২০

সিলেটে এক শ’ টন চাল ও ১০ লাখ টাকা ত্রাণ বরাদ্দ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বন্যাকবলিত সদর উপজেলায় নতুন করে ১০০ টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জানা গেছে, সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপির কাছে আকস্মিক বন্যায় সিলেট সদর উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেয়ার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে ত্রাণ প্রতিমন্ত্রী এই বরাদ্দ দেন। গত কয়েক দিনের বৃষ্টি ও আকস্মিক বন্যায় সিলেট সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও, হাটখোলা, ও কান্দিগাঁও ইউনিয়ন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। এছাড়া খাদিমনগর, টুকেরবাজার, খাদিমপাড়া, টুলটিকর ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। পানিবন্দী এই জনগোষ্ঠীর জন্য সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৮ টন চাল ও নগদ ৭২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর জন্য এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ড. মোমেন বিশেষ বরাদ্দ দেয়ার অনুরোধ করেন ত্রাণ প্রতিমন্ত্রীর কাছে। ডিও লেটার প্রেরণের পরদিন সোমবার সিলেট সদর উপজেলার বন্যাকবলিত মানুষের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ১০০ টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
×