ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় বঙ্গবন্ধু অডিটরিয়ামের কাজ উদ্বোধন

প্রকাশিত: ২০:৩১, ১ জুলাই ২০২০

খুলনায় বঙ্গবন্ধু অডিটরিয়ামের কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা পরিষদের পুরনো রূপসা রেস্ট হাউসের জমিতে ১০০০ আসন বিশিষ্ট বঙ্গবন্ধু অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশীদ এবং সদস্যবৃন্দ এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় চেয়ারম্যান বলেন, হলটি নির্মিত হলে পরিষদের আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং খুলনাবাসীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ সভা আয়োজনের জন্য উপযুক্ত একটি কেন্দ্র হিসেবে পরিগণিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। পরে দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের ২০১৯-২০ অর্থবছরের ৫৮০২৮৪৪৭৮/৬৮ টাকার সংশোধিত এবং ২০২০-২১ অর্থবছরে ১১৫২০৮৮৪৯২/৬৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনসহ জেলার সকল উপজেলার বিভিন্ন ধরনের উন্নয়ণমূলক কর্মকা-ের বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা পরিষদের সদস্যবৃন্দ, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×