ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেঘনায় ট্রলার ডুবি ॥ এক জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ২০:৩০, ১ জুলাই ২০২০

মেঘনায় ট্রলার ডুবি ॥ এক জেলের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ৩০ জুন ॥ প্রবল স্রোতে রাতে মেঘনায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লার মধ্যে ১৬ জন তীরে উঠতে সক্ষম হলেও একজনের মৃতদেহ উদ্ধার ও এক জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীতে। দুর্ঘটনায় ট্রলারে থাকা হাসান মাঝি জানান, প্রতিদিনের ন্যায় ট্রলারটি নদীতে মাছধরা শেষে নিঝুমদ্বীপের পশ্চিম পাশে চরকবিরার সন্নিকটে মেঘনা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিল। এ সময় ট্রলারের সকল মাঝিমাল্লা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জোয়ারের স্রোতে রাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা ১৬ মাঝিমাল্লা তীরে উঠতে সক্ষম হলে ও ২ জন নিখোঁজ হয়। পরে সকালে খোঁজাখুঁজি করে স্থানীয়রা বেছু (২৬) নামে একজনকে মৃত উদ্ধার করলেও সোহাগ (১৮) নামে আরও একজন নিখোঁজ রয়েছে। মৃত জেলে হলো হাতিয়ার জাহাজমারা আমতলীর চরহেয়ার গ্রামের গোলাম মাওলার ছেলে মোঃ বেছু(২৫) ও নিখোঁজ রয়েছে একই এলাকার জাবের ব্যাপারির ছেলে মোঃ সোহাগ (১৮) ।
×