ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোকেন চোরাচালান

নূর মোহাম্মদসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ২০:২৮, ১ জুলাই ২০২০

নূর মোহাম্মদসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে আটক তরল কোকেনের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট আদালতের প্রসিকিউশন শাখায় জমা দিয়েছে র‌্যাব। শীঘ্রই এটি আদালতে উপস্থাপিত হবে। আলোচিত এ মামলায় এর আগে দাখিল করা অভিযোগপত্রে প্রধান আসামির নাম বাদ পড়ায় আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় অভিযোগপত্র জমা দিলে তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি। চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখা সূত্রে জানা যায়, অভিযোগপত্রে আসামি করা হয়েছে খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তার ভাই মোস্তাক আহমদ, খান জাহান আলী গ্রুপের প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, গার্মেন্টস রফতানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক কর্মকর্তা আতিকুর রহমান, কসকো শিপিং লাইন্সের ম্যানেজার একেএম আজাদ, সিএন্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং লন্ডন প্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়া। এর মধ্যে নূর মোহাম্মদসহ ৪ জন পলাতক। একজন জামিনে এবং বাকি ৫ জন কারাগারে। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে আটক হয় তরল কোকেনের চালান। সূর্যমুখী তেল ঘোষণায় দক্ষিণ আমেরিকার বলিভিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ওই বছরের ১২ জুন চালানটি চট্টগ্রামে এসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তরল কোকেনের ড্রামগুলো আটক করা হয়।
×