ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম পোর্ট কানেক্টিং সড়ক উন্নয়নের কাজ শেষ পর্যায়ে

প্রকাশিত: ২০:২৮, ১ জুলাই ২০২০

চট্টগ্রাম পোর্ট কানেক্টিং সড়ক উন্নয়নের কাজ শেষ পর্যায়ে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় লেন বিশিষ্ট পোর্ট কানেক্টিং সড়ক উন্নয়নের কাজ প্রায় শেষপ্রান্তে। দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে দুর্ভোগ এবং হয়রানি পোহাতে হচ্ছে। সড়কটি পুরোপুরি যানবাহন চলাচলের উপযোগী হয়ে গেলে পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে। এছাড়া কমবে বন্দরনগরীতে যানজট। মঙ্গলবার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ নিমতলা থেকে পোর্ট কানেক্টিং সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, বন্দরের পণ্য পরিবহনে নিমতলা পোর্ট কানেক্টিং রোড গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই বন্দর থেকে প্রতিদিন পণ্য বা কন্টেনারবাহী পরিবহন ঢাকাসহ দেশের নানা প্রান্তে যাতায়াত করে। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা আসবে। এ সময় তিনি সড়ক সংলগ্ন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে উন্নয়ন কাজ চলাকালীন ভোগান্তির কথা তুলে ধরে বলেন, সড়কের উন্নয়ন কাজ চলাকালে সাময়িক দুর্ভোগ, হয়রানি হচ্ছে। এটা উন্নয়নের প্রসব বেদনা। এ বেদনা সইতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ এলাকা হবে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। বন্দরের পণ্য পরিবহনকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠবে সংশ্লিষ্ট শিল্পাঞ্চল। এই সড়কে দুই দফায় ৫০ কোটি করে ১০০ কোটি টাকা ব্যয়ে নিমতলা পোর্ট কানেক্টিং থেকে বড়পুল, বড়পুল থেকে নয়াবাজার পর্যন্ত এবং আগ্রাবাদ বাদামতলী থেকে বড়পুল নয়াবাজার পর্যন্ত ৫০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে।
×