ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া সফর স্থগিত জিম্বাবুইয়ের

প্রকাশিত: ১৯:৫৮, ১ জুলাই ২০২০

অস্ট্রেলিয়া সফর স্থগিত জিম্বাবুইয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতে বিদেশ সফরের সুযোগই পায় না জিম্বাবুইয়ে। তার ওপর অস্ট্রেলিয়া সফর তাদের কাছে ‘সোনার হরিণ’। তেমন একটি সফর হওয়ার কথা ছিল আগস্টে। এজন্য মুখিয়ে ছিল সবাই। কিন্তু করোনার হানায় স্থগিত হয়ে গেল সেই সফরটিও। সেপ্টেম্বরের আগে কিছুতেই মাঠে নামতে চায় না অস্ট্রেলিয়া। কিন্তু সফরটি নির্ধারিত ছিল আগস্টের সূচীতে। ৯ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে খেলার কথা ছিল তাদের। অস্ট্রেলিয়া সর্বশেষ জিম্বাবুইয়েকে আতিথ্য দিয়েছিল ২০০৩-০৪ মৌসুমে। দুটি টেস্ট ম্যাচ ছাড়াও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলেছিল তারা। বহুদিন পর আবার সফরের সুযোগ মিললেও করোনা পরিস্থিতিতে বহু আকাক্সিক্ষত সিরিজটি বাতিল করতেই হলো। সেই আক্ষেপের কথাই জানিয়েছেন জিম্বাবুইয়ে ক্রিকেটের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর গিভেমোর মাকোনি, ‘অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে আমরা রোমাঞ্চিত ছিলাম। কিন্তু পরিস্থিতি যেমন, তাতে সফরটি স্থগিত করা ছাড়া আর কোন বিকল্প ছিল না। তবে সফরটি বাস্তবতার নিরিখে অন্য কোন সময় করা যায় কিনা, সেটার অপেক্ষায় আছি।’ এর আগে ভারতের বিপক্ষেও সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুইয়ের। কিন্তু সেটি স্থগিত হয়ে গেছে। সামনে আফগানিস্তানের বিপক্ষে জুলাই-আগস্টে ৫ টি২০ খেলার কথা রয়েছে জিম্বাবুইয়ের। বর্তমান যে পরিস্থিতি, তাতে এই সিরিজটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
×