ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসেই থাকছেন বুফন

প্রকাশিত: ১৯:৫৮, ১ জুলাই ২০২০

জুভেন্টাসেই থাকছেন বুফন

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ১৭ বছর স্বদেশী ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলার পর ২০১৮ সালে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছিলেন তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অনেকেই ওই সময় ইতালিয়ান কিংবদন্তির দলবদল ভাল চোখে দেখেননি। যে কারণে শুনতে হয়েছে সমালোচনা। তবে প্যারিসে যে বুফন খুব একটা স্বস্তিতে ছিলেন না সেটা প্রতীয়মান হয় এক বছরের মধ্যেই। কেননা ২০১৯ সালেই পিএসজি ছেড়ে আবার প্রিয় জুভেন্টাসে ফিরে আসেন। ফেরার পর এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের চুক্তি সম্পন্ন করেছেন ৪২ বছর বয়সী বুফন। ইতালির সাবেক এই গোলরক্ষকের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হওয়ার সময় তার বয়স হবে ৪৩ বছর। জুভেন্টাসের এক বিবৃতিতে নতুন চুক্তি প্রসঙ্গে বলা হয়েছে, ‘সুপার গিগি (জিয়ানলুইজি বুফন) প্রমান করেছে বয়স শুধু একটি সংখ্যা। সে আমাদের সঙ্গেই থাকছে। ২০০১ সালে তুরিনের ক্লাবটিতে যোগ দেয়ার পর ৫০০টিরও বেশি লীগ ম্যাচে খেলেছেন বুফন। ১৯৯৫ সালে পার্মার হয়ে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। জুভেন্টাসের হয়ে নয়টি লীগ শিরোপা জিতলেও ১৯৯৯ সালে পার্মার হয়ে একমাত্র ইউরোপিয়ান ট্রফি উয়েফা কাপ জিতেছিলেন। পাওলো মালদিনির সঙ্গে যৌথভাবে সিরি’এ লীগে সর্বোচ্চ ৬৪৭টি ম্যাচ খেলার রেকর্ড বুফনের। ইতালি জাতীয় দলের হয়েও বুফন ১৯৯৭-২০১৮ সাল পর্যন্ত সর্বোচ্চ ১৭৬টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে বিশ্বকাপ জয়ী আজ্জুরিদের গর্বিত সদস্যও তিনি। এবারের মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে সবধরনের প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলেছেন। বর্তমানে জুভেন্টাসের প্রথম পছন্দের গোলরক্ষক ওজিচেক সিজিসনি। বুফন ছাড়া ৩৫ বছর বয়সী জুভ অধিনায়ক জিওর্জিও চিয়েল্লিনিও ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেছেন। ২০০৫ সালে তিনি জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত জিতেছেন আটটি লীগ ও চারটি ইতালিয়ান কাপ শিরোপা। গত আগস্টে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে এবারের মৌসুমে বেশিরভাগ সময়ই বিশ্রামে ছিলেন চিয়েল্লিনি। অন্যদিকে দীর্ঘদিনের গুঞ্জন সত্যিতে রূপান্তরিত হয়েছে। বিনিময় চুক্তির মাধ্যমে ব্রাজিলের আর্থার মেলোকে জুভেন্টাসে পাঠিয়েছে বার্সিলোনা ও নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে। পিয়ানিচকে চার বছরের জন্য চুক্তি করেছে বার্সা। যেখানে তার পরবর্তী রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। তবে এই মৌসুম পর্যন্ত জুভেন্টাসেই থাকবেন তিনি। লীগ ও চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে তাকে রাখছে তুরিনের ওল্ডলেডিরা। ৩০ বছর বয়সী পিয়ানিচ জুভেন্টাসে চার মৌসুম কাটিয়ে বার্সায় পাড়ি দিলেন। এর আগে ২০১৬ সালে রোমা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। এ সময় তিনি জুভিদের হয়ে তিনটি সিরি’এ লীগ জেতেন। এমনকি চতুর্থ শিরোপা জয়ের খুব কাছে আছে। জিতেছেন দুটি কোপা ইতালিয়া ও একটি সুপারকোপা ইতালিয়া। জুভেন্টাসের হয়ে পিয়ানিচ এখন পর্যন্ত ১৭১টি ম্যাচ খেলেছেন। এখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করেছেন।
×