ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাকিল আহমেদ মিরাজ

ফিঞ্চের ভাবনাজুড়ে বিশ্বকাপ

প্রকাশিত: ১৯:৪৪, ১ জুলাই ২০২০

ফিঞ্চের ভাবনাজুড়ে বিশ্বকাপ

পাঁচ বার বিশ্বকাপ জিতে ওয়ানডে শ্রেষ্ঠত্বের ট্রফিটাকে ‘প্রায়’ পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অথচ এখনো টি২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখার সুযোগ হয়নি কুলিন দেশটির! এবার ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘোঁচানোর সুযোগ। আগামী অক্টোবর-নবেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ধুন্ধুমার টি২০’র সপ্তম বিশ্বকাপ। যদিও করোনার কারণে আসরটি পিছিয়ে আগামী বছর চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ২০২২ সালে পরের টি২০ বিশ্বকাপের আয়োজক ভারতেই অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। গত বছর আলোচনার বাইরে থেকেও সেমিফাইনাল খেলা রঙিন পোশাকের অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চের ভাবনাজুড়ে এখন কেবলই বিশ্বকাপ। টানা তিন-তিনটি বিশ্বকাপ। তবে অসি-ক্যাপ্টেনের মাথায় ওয়ানডে বিশ্বকাপটাই বেশি করে ঘুরছে। কারণ এই ফরমেটে অস্ট্রেলিয়া সবসময়ই দুর্দান্ত এক দল। ‘আমি ক্রিকেট পাগল মানুষ, তাই সবসময়ই এসব নিয়ে ভাবছি। বিশেষ করে, আমি যেহেতু অধিনায়ক টি২০ বিশ্বকাপ আসছে, যখনই সেটা হোক, টানা দুটি আসর আছে। এরপর ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। এই তিন আসরেই কিভাবে জিততে পারি ও চূড়ান্ত সাফল্য পেতে পারি, সেটির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি আমরা।’ বলেন এ্যারন ফিঞ্চ। ২০২৩ বিশ্বকাপের আগে এখনও সময় বাকি আছে অনেকটা। তবে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়নরা এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছে, ‘৫০ ওভারের ম্যাচে ২০২৩ বিশ্বকাপে দৃষ্টি রেখে এগোচ্ছি আমরা। শিরোপা জিততে হলে আমাদের কোন্ পথে এগোনো উচিত, সেটির বিস্তারিত পরিকল্পনা নেয়া হচ্ছে। ভারতে হবে টুর্নামেন্ট, দলের কাঠামো তাই হবে গুরুত্বপূর্ণ, দুই স্পিনার খেলাব আমরা, নাকি বাড়তি অলরাউন্ডার, এসব ভাবনা এখনই মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে সফল হতে হলে আমাদের সেভাবেই দল গড়ে তুলতে হবে। কে কোন কন্ডিশনে কার্যকর, সেটা ভাবতে হবে।’ ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫-পাঁচ বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের আসরে সেমিফাইনল থেকে বিদায় নেয় অসিরা। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় টালমাটাল দলটার দায়িত্ব পান ফিঞ্চ। দুই তারকা বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও নেতৃত্ব দিচ্ছেন ফিঞ্চ। ২০২৩ বিশ্বকাপেও থাকতে পারেন দায়িত্বে। তাই দেশকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার স্বপ্নে বিভোর তিনি। আগামী মাসেই ইংল্যান্ডে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেছে সেটি। তবে সেপ্টেম্বরে এই সফর হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সেই সিরিজ দিয়েই করোনাভাইরাস বিরতি শেষে মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। অবশ্য কিছুদিন আগেই ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে টি২০ বিশ্বকাপ স্থগিত রাখা উচিত বলে মন্তব্য করেছিলেন ফিঞ্চ। বলেছিলেন, মারণ কোভিড-১৯ মহামারীর জন্য এই বছরের শেষে টি২০ বিশ্বকাপ তিন মাস পিছিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নবেম্বর। ফিঞ্চ বলছিলেন বর্তমান পরিস্থিতিতে সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করা কঠিন, ‘আমার মনে হয় আমরা যে টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবছি সেটা এক, দুই ও তিন মাসের জন্য স্থগিত হতে পারে।’ ফিঞ্চ আরও বলেন,‘ বিশ্বকাপ যদি দর্শকশূন্য স্টেডিয়ামেও হয় তা নিয়ে তাঁর কোন সমস্যা নেই। কিন্তু আমরা যতদিনে ক্রিকেট খেলার সুযোগ পাব ততদিনে লোকের সামনে খেলতে পারব কিনা জানা নেই, আমরা মনে হয় না তেমনটা হবে তবে সেটা খেলোয়াড়দের ওপর খুব একটা প্রভাব ফেলবে না। আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই খেলেছি বন্ধ স্টেডিয়ামে। প্রথম পাঁচ-ছয় ওভার খুব অদ্ভুত লাগে কিন্তু তার পর বিশেষ পার্থক্য তৈরি করে না।’ ফিঞ্চ বলেন, ‘আমার মনে হয় আমাদের কিছুটা ক্রিয়েটিভ হতে হবে কিভাবে আমরা নতুন করে সূচি তৈরি করব।’ ফিঞ্চের অধিনায়কের দায়িত্ব পাওয়াটা ছিল অপ্রত্যাশিত। ২০১৮-এর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে পড়েন তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ-ওয়ার্নার। টেস্ট অধিনায়ক করা হয় টিম পেইনকে। কয়েকটি ম্যাচে ওয়ানডের দায়িত্বও দেয়া হয়েছিল তাঁকে। কিন্তু সুবিধা করতে পারেননি। ফলে টি২০ অধিনায়ক ফিঞ্চের দ্বারস্থ হয় অস্ট্রেলিয়া। ভারত সফরে দুর্দান্ত সাফল্যের পর ইংল্যান্ড বিশ্বকাপেও ভাল খেলে অসিরা। যদিও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। স্মিথ-ওয়ার্নার ফিরলেও ওয়ানডে-টি২০’র নেতৃত্ব থাকে ফিঞ্চে কাঁধে।
×