ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আশিতে পা রাখলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী

প্রকাশিত: ১৯:৩৩, ১ জুলাই ২০২০

আশিতে পা রাখলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী সৈয়দ আব্দুল হাদী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদফন্ত। আজ ১ জুলাই তার জন্মদিন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনেক কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে। বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী আজ আশি বছরে পা রাখছেন। তবে দিনটিকে ঘিরে কোন পরিকল্পনা নেই। অবশ্য সৈয়দ আব্দুল হাদী জানান, কখনই তার জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন তিনি করেননি। সবাই দিনটিতে শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই তার বড় প্রাপ্তি। সৈয়দ আব্দুল হাদী জানান, তার ৭৫তম জন্মদিনে অনন্যা রুমার প্রযোজনায় ‘চ্যানেল আই তারকা কথন’ শুধু একবারই তার জন্মদিন বিশেষভাবে উদ্যাপনের সুযোগ পেয়েছিল। তিনি বলেন, কখনই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদ্যাপনের আগ্রহ আমার ছিল না। এখনও নেই। পরিবারের সঙ্গে সময় কাটে, এটুকুই আমার ভাল লাগা। আর আশি বছরে পা দিয়েছি এটা কোন বিশেষ কিছু নয়। মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কোন কিছু নেই। আল্লাহ্ সুস্থ রেখেছেন, ভাল রেখেছেন। আলহামদুলিল্লাহ! একজন সৈয়দ আব্দুল হাদী কখনই প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করে গান করেননি। গানকে ভালবেসে গান করে গেছেন। তবে গান গেয়ে মানুষের যে ভালবাসা পেয়েছেন এটাই তার কাছে বড় প্রাপ্তি। সৈয়দ আব্দুল হাদী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে অনার্স পড়ছেন। সেই বয়সেই মূলত চলচ্চিত্রে গান করার সুযোগ পান তিনি। ১৯৬০ সালে ‘ইয়ে ভি এক কাহানি’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন। এই ছবিতে করিম শাহাবুদ্দিনের সঙ্গীত পরিচালনায় প্লেব্যাক করেছিলেন। এর পর আরও কয়েকটি উর্দু ছবিতে গান গাইবার পর ১৯৬৪ সালে পরিচালক মোস্তাফিজুর রহমানের ছবি ‘ডাক বাবু’তে গান গাওয়ার মধ্য দিয়ে প্রথম বাংলা কোন ছবিতে গান গাওয়া তার। মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ‘চাতুরী জানেনা মোর বধুয়া’ গানটি গেয়েছিলেন তিনি আলী হোসেনের সুরে। গানটি সে সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি ডুয়েট গান করেছেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে। প্রয়াত সুবল দাসের অনুপ্রেরণায় সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘ফেরারী’ নামের একটি ছবির। একটি ছবিতে গানও লিখেছিলেন তিনি। ছবিটির নাম ‘তানসেন’। পরে ভেবে দেখলেন আসলে এই কঠিন দুটি কাজ তার নয়। তার মূল কাজই হচ্ছে গান গাওয়া। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিতে গান গাওয়ার জন্য। ২০০০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
×