ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদনীর ইউটিউব চ্যানেল

প্রকাশিত: ১৯:৩২, ১ জুলাই ২০২০

চাঁদনীর ইউটিউব চ্যানেল

সংস্কৃতি ডেস্ক ॥ নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী চাঁদনী এবার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন। প্রথম গাওয়া মৌলিক গান ও নিজের ইউটিউব চ্যানেলের অন্যান্য আয়োজন নিয়ে কাটছে তার সময়। মা ফাতেমা বেগমের লেখা একটি মৌলিক গান গেয়েছেন চাঁদনী। সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ‘রক চাইল্ড’ ব্যান্ডের ফারহান আহমেদ। গানটি তার ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা। চাঁদনী বলেন, একান্ত ভাল লাগা থেকেই এবার একটি মৌলিক গান গাইলাম। এই গানের একটি বিশেষত্ব আছে। তা হলো এটি এর কথা ও সুর অসাধারণ। আমার মা ফাতেমা বেগমের লেখা। সুর ও সঙ্গীত পরিচালনা করছেন ‘রক চাইল্ড’ ব্যান্ডের ফারহান আহমেদ। গানটি নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি, শ্রোতাদের ভাল লাগবে। ইচ্ছা হয় অনেক কিছু করার। কিন্তু তার জন্য একটা প্ল্যাটফর্ম চাই, যেখানে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করা যাবে। সেই ভাবনা থেকেই নিজস্ব ইউটিউব চ্যানেল খোলা। এটা ভাবার কোন কারণ নেই যে, অন্যদের দেখাদেখি নিজের জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। আসলে অনেকদিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছি। হাতে বেশ লম্বা সময় ছিল। ভাবলাম, এ সময়টি কীভাবে কাজে লাগানো যায়। তা ছাড়া নিজের কাজের আর্কাইভের জন্য ইউটিউব চ্যানেলের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এভাবেই আসলে চ্যানেলটি যাত্রা শুরু হয়েছে।’
×