ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

প্রকাশিত: ১৮:৫৩, ১ জুলাই ২০২০

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস বাকি। তবে জরিপে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সোমবার ২০১৬ সালের নির্বাচনে তার বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নবেম্বরের পুনরাবৃত্তি ঘটবে। খবর এএফপির। ‘২০১৬ সালে নিউইয়র্ক টাইমস এর জরিপ ছিল ভুয়া ! ফক্স নিউজের জরিপ ছিল তামাশা!’ এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, চার বছর আগে জাতীয় নির্বাচনের জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী দেখানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে সবগুলো জাতীয় ভোট জরিপে একই ধরনের ফলাফল আসছে। এতে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। নিউইয়র্ক টাইমস এবং সেইনা কলেজের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। পর্যবেক্ষকদের অভিমত নির্বাচনের প্রচারে আরও চার মাস বাকি আছে। তবে তারা উল্লেখ করেন, ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও উল্লেখযোগ্য ব্যবধানে জো বাইডেন এগিয়ে রয়েছেন। ভোটযুদ্ধে এই জরিপ ফলাফল ট্রাম্পের দলের জন্য উদ্বেগজনক।
×