ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

প্রকাশিত: ১৪:১৯, ৩০ জুন ২০২০

নেত্রকোনায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উব্দাখালি, সোমেশ্বরী ও কংস নদী দিয়ে ঢলের পানি ক্রমশ ভাটির দিকে যাচ্ছে। তবে কলমাকান্দা সদর, রংছাতি, খারনৈ ও বড়খাপন ইউনিয়নে প্লাবিত শতাধিক গ্রামের মধ্যে অন্তত ৭০টি গ্রাম এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। পানিবন্দি হওয়া পরিবারগুলো অসহায় অবস্থায় দিন পার করছে। এদিকে কলমাকান্দা সদরের মন্তলা, চানপুর, পূর্ব বাজার, শিবমন্দির রোড, স্টেডিয়াম রোড, মুক্তিরনগর, নয়াপাড়া প্রভৃতি এলাকার বাসাবাড়ি থেকে বন্যার পানি সরে যাচ্ছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান জানিয়েছেন, কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার এবং উব্দাখালি নদীর পানি ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য পয়েন্টেও কংস এবং সোমেশ্বরীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। এদিকে মঙ্গলবার সকালে কলমাকান্দায় হালকা বৃষ্টিপাত হয়েছে।
×