ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বিকালে

প্রকাশিত: ১৩:৪৩, ৩০ জুন ২০২০

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বিকালে

অনলাইন রিপোর্টার ॥ আটত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল মঙ্গলবার বিকেলে প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন জানিয়েছেন, মঙ্গলবার বিকালে পিএসসির কমিশন সভা ডাকা হয়েছে। ওই সভাতেই ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ‘এজেন্ডা’ নির্ধারণ করা আছে জানিয়ে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সভায় অনুমোদন পেলে বিকালেই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।” ৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। তাতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়। ২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে।
×